পেকুয়ায় টুর্নামেন্টের ফাইনাল খেলা স্থগিত চেয়ে অভিযোগ

12

পেকুয়া প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় টৈটং উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা স্থগিত করণ ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবীতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ১৫ ফেব্রæয়ারী (বুধবার) চন্দনাইশ খেলোয়াড় সমিতির পক্ষে গাছবাড়িয়া থানা এলাকার মোজাম্মেল হক বাদি হয়ে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। ফাইনাল খেলাটি স্থগিত করে পুনরায় খেলার সুযোগ চেয়েছেন চন্দনাইশ খেলোয়াড় সমিতি। তা নাহলে এমন অন্যায়ের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিবে বলেও জানান মোজাম্মেল হক। বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্ণামেন্টের প্রধান পৃষ্ঠপোষক, ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, রেফারীর সিদ্ধান্তই চুড়ান্ত।
খেলায় দু’পক্ষের সমঝোতার ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। এতে চন্দনাইশ খেলোয়াড় সমিতি পরাজিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা জানান, টইটংএ অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা স্থগিত চেয়ে লিখিত আবেদনের প্রেক্ষিতে খেলা পরিচালনা কমিটিকে বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে।