পেকুয়ায় কেয়ারের ত্রৈমাসিক সমন্বয় সভা

29

পেকুয়া প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় জাতিয়সংঘ খাদ্য কর্মসূচির অর্থায়নে এবং খাদ্য নিরাপত্তা ও পুষ্টি উন্নয়ন প্রকল্প (ইএফএসএন-৪) বাস্তবায়নে কেয়ার বাংলাদেশের উদ্যোগে উপজেলা ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৮ জুন উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম সমন্বয়কারী মাকসুদুল কবির আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম মিনু, মো. আজিজুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা শওকত হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোস্তাফা কামাল, শিলখালী ইউপি চেয়ারম্যান এম কামাল হোছাইন, পেকুয়া সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহ নেওয়াজ আজাদ, মো. অলি ও শামসুন্নাহার। এসময় রাজাখালী ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম সিকদার বাবুল, টইটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, হিল্লোল চাকমা, ওমর খাইয়ুম সেরানিয়াবাত, মো. নুর আজাদ চয়ন, সফিউজ্জামান, পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দিদারুল করিম, প্রেসক্লাব পেকুয়ার সভাপতি নাজিম উদ্দিন, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. প্রদীপ সুশীল, ইউপি সদস্যা বুলবুল জন্নাত, পেকুয়া জমিদার বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল খালেক, নুরুল কবির ও উপকারভোগী রেশমা আকতার, শাহিন আকতার উপস্থিত ছিলেন। উপজেলা প্রজেক্ট অফিসার নাজমুল হুদার পরিচালনায় অনুষ্ঠিত ত্রৈমাসিক সমন্বয় সভায় প্রকল্পের পরিচিতি তুলে ধরেন পেকুয়া উপজেলা প্রজেক্ট অফিসার মো. শহিদুল ইসলাম কাজল।