পেকুয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

69

কক্সবাজারের পেকুয়ায় পালিত হয়েছে আন্তর্জতিক অভিবাসী দিবস। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ দিবসটিকে সামনে রেখে বুধবার সকাল ১০টায় ‘দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই-ই মেলে’ প্রতিপাদ্য বিষয় নিয়ে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাঈকা শাহাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উম্মে কুলছুম মিনু, সহকারি কমিশনার ভূমি মীকি মারমা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ছাবের আহমেদ, কৃষি অফিসার তপন কুমার রায়, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ছালামত উল্লাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) উলফাত জাহান চৌধুরী, এনজিও সংস্থা একলাব পেকুয়া ম্যানেজার জাহেদুল ইসলাম, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, ওমান প্রবাসী বশির উল্লাহ, সৌদি প্রবাসী মোঃ সেলিম ও যুক্তরাজ্য প্রবাসী শফিউল আজম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাচনী কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ছাবের আহমদ, বারবাকিয়া ইউপি চেয়ারম্যান এ.এইচ.এম বদিউল আলম, রাজাখালী ইউপি চেয়ারম্যান মোঃ ছৈয়দনুর, পেকুয়া সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাহবুব করিম, পেকুয়া সরকারি মডেল জি.এম.সি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক জহিরুল হক। পেকুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হানিফ চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা শেষে বিভিন্ন দেশে থাকা ৪জন প্রবাসীর হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পেকুয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত