পেকুয়ার নাথপাড়ায় সমাজ উন্নয়ন কমিটির অভিষেক

27

কক্সবাজার জেলাধীন পেকুয়া উপজেলার বারবাকিয়া নাথপাড়ার সনাতনী সম্প্রদায়ের নবগঠিত সমাজ উন্নয়ন কমিটির শুভ অভিষেক অনুষ্ঠান গত ২০ নভেম্বর অনঙ্গ মোহন নাথের বাড়ীতে সম্পন্ন হয়। গত ১৩ নভেম্বর প্রতিশ্রুতি মডেল স্কুল এন্ড কলেজে উপজেলার বিদগ্ধ রাজনৈতিক ও সুশীল সমাজের উপস্থিতিতে সম্পুর্ণ নিরপেক্ষ ও গণতান্ত্রিক পদ্ধতিতে উৎসব মূখর পরিবেশে সনাতনী সম্প্রদায়ের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম। রনতোষ নাথ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হৃদয় রঞ্জন নাথ। জনি কুমার নাথের পবিত্র গীতাপাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। শুরুতেই সমাজ উন্নয়ন কমিটির অতীত ও বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা উল্লেখ করে স্বাগত বক্তব্য রাখেন নবগঠিত সমাজ কমিটির সভাপতি ও মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ কান্তি নাথ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সুদীর্ঘকাল থেকে বারবাকিয়ার সনাতনী সম্প্রদায়ের মধ্যে এক ও অভিন্ন চিন্তা চেতনায় ও অসম্প্রদায়িক ভাবধারায় সমাজ ব্যবস্থা পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি সমাজের কিছু দুষ্টচক্রী নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিল করার মানসে সমাজে বিছৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। তিনি তাদের উদ্দেশ্যে বলেন, স্রোতের বিপরীতে গিয়ে জীবনে কেউ টিকে থাকতে পারেনি, তারাও পারবে না। তাদেরকে সব ভেদাভেদ ভুলে গিয়ে নির্বাচিত কমিটির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করার উদাত্ত আহŸান জানান। তিনি আরো বলেন, বাংলাদেশে সোনার বাংলার রূপকার জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রি শেখ হাসিনার দর্শনে উগ্রবাদী, মৌলবাদী, সাম্প্রাদায়িকতা সৃষ্টির ও সমাজে বিছৃঙ্খলা সৃষ্টিকারীর কোন স্থান নেই। যদি এমন হয়, তাহলে নবনির্বাচিত কমিটিকে সাথে নিয়ে তা কঠোরহস্তে দমন করার হুসিয়ার করে দেন এবং সমাজ উন্নয়ণে ও শান্তি স্থাপনে তিনি সব রকমের সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে কক্সাবাজার জেলা আওয়ামীলীগের সদস্য জিএম আবুল কাশেম, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়ারেচী, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম কফিল উদ্দীন বাহাদুর, সাবেক পেকুয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক এম সালাহউদ্দীন মাহমুদ, সমাজ হিতৈষী ও বিশিষ্ঠ ব্যাংকার মো. গোলাম নবী, ১নং ওয়ার্ডের ইউপি মেম্বার মো. ইউনুছ, ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো. রেজাউল করিম, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মঈদুর রহমান, উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এম হানিফ চৌধুরী, সমাজ ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা পরিতোষ নাথ, রিপন কান্তি নাথ, সুকুমার দেবনাথ। অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেন বীর মুক্তিযোদ্ধা শ্রী অজিত কুমান নাথ। মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্থানীয় ও বেতার টিভির শিল্পীর সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়। বিজ্ঞপ্তি