পৃথিবী থেকে পোলিও নির্মূলে রোটারি বিশ্বজুড়ে প্রশংসা লাভ করেছে

4

 

আন্তর্জাতিক সেবা সংস্থা রোটারি জেলা ৩২৮২ বাংলাদেশ এর গভর্নর রোটারিয়ান রুহেলা খান চৌধুরী বলেছেন, দেশের জনগণকে সম্পৃক্ত করে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ উন্নয়নে কাজ করে গেলে সাধারণ জনগোষ্ঠী উপকৃত হবে। গতকাল সকালে রোটারি জেলা ৩২৮২ এর উদ্যোগে নগরীর হোটেল সৈকতে আয়োজিত পাবলিক ইমেজ, ইকোনমিক এন্ড কমিউনিটি ডেভেলপমেন্ট শীর্ষক সেমিনার উদ্বোধনকালে তিনি উপরোক্ত মত প্রকাশ করেন। জেলা গভর্নর রুহেলা খান বলেন, পৃথিবী থেকে পোলিও নির্মূলে রোটারি যে ভূমিকা রেখেছে তা আজ বিশ্বজুড়ে প্রশংসা লাভ করেছে। নিরাপদ পানির ব্যবস্থা, পরিবেশ সুরক্ষা, কমিউনিটি উন্নতি, মাতৃ ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষা, রোগ প্রতিরোধ এবং শান্তি রক্ষার জন্য সারা বিশ্বে প্রায় ১৪ লক্ষ রোটারিয়ান কাজ করছে, বাংলাদেশের রোটারিয়ানরাও এক্ষেত্রে পিছিয়ে নেই। আমাদের দেশের সার্বিক উন্নয়নের মাধ্যমে আমরাও উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ। জাতীয় সংগীত পরিবেশন এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হওয়ার পর রোটারী ইনভোকেশন পাঠ করেন পিপি সাজ্জাদ মোহাম্মদ চৌধুরী। বিজ্ঞপ্তি