পৃথক দুর্ঘটনা নগরীতে নিহত ৩

31

নগরীর চান্দগাঁও, পাহাড়তলী ও হালিশহর এলাকায় পৃথক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। গত সোমবার পৃথক এ তিন দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার চান্দগাঁও থানার কালুঘাট বিসিক এলাকায় ট্যাংকারের ধাক্কায় নিহত হন অজ্ঞাত পরিচয়ে এক নারী (আনুমানিক ৫০ বছর বয়স্ক)। পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকায় গাছ থেকে পড়ে নিহত হন আবদুর রহিম (৫৫)। তিনি লক্ষীপুর জেলার হালাদাদপুর এলাকার আবদুল মান্নানের ছেলে।
এছাড়া হালিশহর থানার বউবাজার এলাকায় বাসের ধাক্কায় মো. রাকিব (৩০) মারা যান। রাকিব
চাপাইনবাবগঞ্জ জেলার আমনুরা এলাকার মো. সাজার ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া জানান, সোমবার চান্দগাঁও, পাহাড়তলী ও হালিশহর এলাকায় পৃথক তিন ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি জানান, আবদুর রহিম পাহাড়তলী দক্ষিণ কাট্টলী এলাকায় গাছ থেকে পড়ে, রাকিব হালিশহর বউবাজার এলাকায় বাসের ধাক্কায় ও চান্দগাঁও কালুরঘাট বিসিক এলাকায় অজ্ঞাত নারী ট্যাংকারের ধাক্কায় মারা যান। অজ্ঞাত ওই নারী মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।