পূর্ব বাকলিয়া বালিকা বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা

32

 

পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান গত ৮ জানুয়ারি দুপুরে অধ্যক্ষ আবু তালেব বেলালের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর হারুন উর রশীদ, প্রধান বক্তা ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহমদ ইলিয়াছ। বিশেষ অতিথি ছিলেন গভর্নিং বডির সদস্য কাজী শাহীনা সুলতানা। সহকারী শিক্ষক মুজিবুল হক ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহকারী শিক্ষক আবদুল হান্নান। বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) তাহমিনা চৌধুরী, সহকারী অধ্যাপক ফারহানা ইয়াছমিন, প্রভাষক জহির উদ্দিন ও সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা নুরুল ইসলাম হাশেমী। উপস্থিত ছিলেন প্রভাষক সীমা দাশ, প্রভাষক শারমীন আক্তার, প্রভাষক বাসুদেব চৌধুরী, প্রভাষক নুসরাত জাহান, প্রভাষক শ্রীপর্ণা চৌধুরী, সিনিয়র সহকারী শিক্ষক লিপি বড়–য়া, সহকারী শিক্ষক অজয় চক্রবর্তী, সহকারী শিক্ষক গিয়াস উদ্দিন, সহকারী শিক্ষক ইমতিয়াজ ইমরান ও প্রভাষক মোহাম্মদ হাসান প্রমুখ। এসময় শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।
প্রধান অতিথি কাউন্সিলর হারুন উর রশীদ বলেন, বৃহত্তর বাকলিয়ায় নারী শিক্ষা প্রসারে পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ অনন্য অবদান রেখে যাচ্ছে। এটি এই এলাকার প্রথম মহিলা স্কুল এবং পরবর্তীতে এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে এটিকে মহিলা কলেজে উন্নীত করা হয়। স্কুল ও কলেজের প্রায় দেড় হাজার ছাত্রী এই প্রতিষ্ঠানে অধ্যয়ন করে। এটি বাকলিয়াবাসীর জন্য সুখবর। এই প্রতিষ্ঠানে যারা উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে চায় অথচ আর্থিক সামর্থ্য নেই, তাদের লেখাপড়ার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন তিনি। পাশাপাশি মেধাবী গরীব শিক্ষার্থীদের সহযোগিতারও আশ্বাস দেন তিনি। উল্লেখ্য, মরহুম খুইল্যা মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছর এ প্রতিষ্ঠানের কলেজ শাখার শতাধিক গরীব শিক্ষার্থীর ভর্তির ব্যবস্থা ও শিক্ষা সামগ্রী দিয়ে থাকেন কাউন্সিলর হারুন। প্রধান আলোচক আহমদ ইলিয়াছ বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে নারীর অবদান অস্বীকার করা যাবে না। নারীদের ব্যক্তি সচেতনতা বাড়াতে হলে শিক্ষা ক্ষেত্রে আরো এগিয়ে যেতে হবে। বিজ্ঞপ্তি