পূর্ব গৈড়লা লোকনাথ ধামে গীতা স্কুল উদ্বোধন

12

 

পটিয়া উপজেলার পূর্ব গৈড়লা শ্রীশ্রী লোকনাথ ধামের উদ্যোগে ত্রিকালজ্ঞ মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারীর ১৩২তম তিরোধাম উৎসব উপলক্ষে সম্প্রতি গীতা স্কুল উদ্বোধন করা হয়েছে। লোকনাথ ধাম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামের প্রধান উপদেষ্টা সুভাষ দাশ। লোকনাথ ধাম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ঝুলন দাশের সঞ্চালনায় গীতা স্কুলের উদ্বোধন করেন দি চিটাগং ট্রাস্ট-বাংলাদেশ (সিটিবি) এর চেয়ারম্যান অরুন কান্তি মল্লিক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৈদিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নারায়ন চন্দ্র মজুমদার। এসময় উপস্থিত ছিলেন শিবানন্দ ব্রক্ষচারী, লোকনাথ ধাম পরিচালনা কমিটির সভাপতি মিল্টন দাশ, গীতা স্কুলের শিক্ষিকা সুচরিতা শীল, পুলক চৌধুরী, বিপ্লব দাশ, অপু বিশ্বাস, রাজু মিত্র, রনি চৌধুরী, তপু বিশ্বাস, জয়ন্ত মিত্র, বাবু মল্লিক, উত্তম বিশ^াস, পীযুষ দেব, রাজু মিত্র, রনি চৌধুরী, রুবেল দাশ, অন্তু দাশ প্রমুখ। অনুষ্ঠানে ৫০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে বৈদিক পরিষদ কর্তৃক প্রকাশিত শ্রীমদ্ভগবদ্গীতা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি