পূর্বের তুলনায় স্বাস্থ্যসেবার অনেক উন্নতি হয়েছে

19

বর্তমান আওয়ামী লীগ সরকারের আন্তরিকতায় পার্বত্য অঞ্চলে পূর্বের তুলনায় স্বাস্থ্য সেবা ও কমিউনিটি ক্লিনিকের সংখ্যা বেড়েছে এবং মানুষ উন্নত স্বাস্থ্য সেবা পাচ্ছে। কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধি প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস এম জাহাঙ্গীর হোসেন এসব কথা বলেন। রবিবার সকালে বান্দরবান সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভা কক্ষে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা ডাঃ ভানু মারমার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে সদর উপজেলা শিক্ষা অফিসার মো. তাজুরুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডাঃ ক্য থোয়াই প্রæ প্রিন্স, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা স্য সইচিং মারমা বক্তব্য রাখেন। প্র্রশিক্ষণে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু মং মারমা, টংকাবতি ইউপি চেয়ারম্যান প্লোকান ¤্রাে প্রমুখ । এদিকে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য-সচিব এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, দেশের সকল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে বা কমিউনিটি ক্লিনিক বিশেষ করে গর্ভবতী নারীদের চিকিৎসা সেবা ও বিভিন্ন রকম পরামর্শ প্রদান করে থাকে, যাতে নারী ও শিশু মৃত্যুর হার অনেক কমে এসেছে।