পূর্বা’র গণ গ্রন্থাগারে আবির প্রকাশনের বই

21

বইয়ের অপ্রতুলতার কারণে বন্ধ হয়ে যাওয়া পূর্বা গণ গ্রন্থাগার পুনরায় চালু করেছে শিল্প চর্চা কেন্দ্র ও আত্ন উন্নয়নম‚লক সংগঠন পূর্বা। বই পড়া ও পড়ানোর উদ্যোগটি স্বাগত জানিয়ে গ্রন্থাগারে বিভিন্ন লেখকের একশো পনেরটি বই অনুদান দিয়েছে আবির প্রকাশন। পূর্বা’র সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়ের কাছে বইসম‚হ হস্তান্তরকালে আবির প্রকাশনের সত্ত্বাধিকারী কবি মোঃ নুরুল আবসার বলেন, পূর্বা’র কর্ণধার প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয় বই পড়া ও পড়ানোর যে উদ্যোগটি নিয়েছেন সেটাকে রীতিমতো আন্দোলন বলা চলে।
যে আন্দোলনে আমাদের সবার জড়িত থাকা জরুরি। তরুণ প্রজন্মকে বই পড়ায় উৎসাহিত করতে গণগ্রন্থাগারের ভূমিকা অনস্বীকার্য। জ্ঞানের আলো ছড়ানোর এই উদ্যোগের সাথে আমরা একাত্মতা পোষণ করছি এবং ভবিষ্যতেও গ্রন্থাগারে সহযোগিতা অব্যাহত রাখবে আবির প্রকাশন।