পূজা পরিষদ নেতাদের সাথে বিপ্লব বড়ুয়ার মতবিনিময়

6

 

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, বাংলাদেশ রচিত হয়েছিল মুসলিম, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান সবার রক্তের স্রোতের বিনিময়ে। এদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। প্রত্যেকের স্ব-স্ব ধর্ম পালনের সমান অধিকার রয়েছে। তা নস্যাৎ করতে একটি দুষ্টচক্র উঠে-পড়ে লেগেছে। তা কখনো হতে দেয়া যাবে না। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকবে হবে। তিনি ৩০ অক্টোবর সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদ ও চট্টগ্রাম মহানগরের ১৬টি থানা পূজা পরিষদ নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। নগরীর জেএম সেন হল মহানগর পূজা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য। স্বাগত বক্তব্য দেন মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর পূজা পরিষদের সহ-সভাপতি সুমন দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন মল্লিক, সজল দত্ত, অ্যাড. নটু চৌধুরী, বিপ্লব সেন, অর্থ সম্পাদক সুকান্ত মহাজন, সাংগঠনিক সম্পাদক অঞ্জন দত্ত, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রাজীব চৌধুরী মিল্টন প্রমুখ।
এছাড়াও ১৬ থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি