পূজা উৎসবে মাতবেন জয়া

52

দুর্গা পূজা উৎসবে মেতে উঠেছে ভারতসহ বাংলাদেশের বিভিন্ন জায়গা। হিন্দু ধর্মের সবচেয়ে বড় এ উৎসবকে ঘিরে সাধারণ মানুষদের পাশাপাশি বিনোদন জগতের তারকাদেরও রয়েছে বাড়তি উন্মাদনা ও প্রস্তুতি। বৃহস্পতিবার ভক্তদের পূজার শুভেচ্ছা জানিয়ে বিশেষ বার্তা দেন পশ্চিম বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। উৎসবটির জন্য নিজেদের প্রস্তুত করতে শুরু করেছেন অন্য তারকারাও। এ ক্ষেত্রে পিছিয়ে নেই বাংলাদেশি তারকা জয়া আহসানও। যদিও জন্মসূত্রে তিনি মুসলমান ধর্মের, তার পরও প্রতি বছর পূজার এই সময়টাতে বিশেষ প্রস্তুতি ও পরিকল্পনা থাকে এই নায়িকার। শাড়ি পরে বিভিন্ন মÐপে ঘুরে তিনি পূজা উদযাপন করেন। সেই ধারা অব্যাহত রাখছেন এবারও। স¤প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে নায়িকা জানিয়েছেন তার এবারের পূজা উৎসবের পরিকল্পনা সম্পর্কে। জয়া বলেন, ‘আমার কাছে ঈদ মানে বাংলাদেশ। দুর্গা পূজা মানে কলকাতা। আগেও পূজার সময় কলকাতায় থেকেছি। এ বছরও থাকব।
পূজার সময়টায় কোনো শুটিং নেই। তাই দুর্গা পূজা নিয়ে অনেক পরিকল্পনা করেছি। অনেকগুলো ঢাকাই শাড়ি আছে। সবকটাই পরবো পূজার সময়। প্রতিদিন নতুন শাড়ি, পূজা পরিক্রমা। চুটিয়ে প্যান্ডেল হপিং করব। কারণ আমার প্রাণ এপার-ওপার দুই বাংলা জুড়েই।’ কাজের ক্ষেত্রে স¤প্রতি কলকাতায় অতনু ঘোষ পরিচালিত ‘রবিবার’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন জয়া। এছাড়া সৌকর্য ঘোষাল পরিচালিত ‘ভূত পরী’ ছবিতেও রয়েছেন তিনি। নায়িকার হাতে আছে আরও একাধিক কলকাতার ছবি। এসব বাদেও কিছু দিন আগে ‘বিনিসুতোয়’ ও ‘কণ্ঠ’ নামে কলকাতার দুটি ছবির শুটিং শেষ করেছেন জয়া। দুটিই রয়েছে মুক্তির অপেক্ষায়। এর মধ্যে ‘বিনিসুতোয়’ ছবিতে জয়ার বিপরীতে নায়ক ঋত্বিক চক্রবর্তী।