পূজামন্ডপ পরিদর্শন ও উপহার বিতরণ

31

রাঙ্গুনিয়া :
রাঙ্গুনিয়ার উপজেলার পোমরা ইউনিয়নের হাজীপাড়া শীল বাড়ি দুর্গাপূজা মন্ডপে দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ ও মহাষষ্ঠি পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত ১১ অক্টোবর এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজন কমিটির সভাপতি দয়াল হরি শীল। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ। প্রধান আলোচক হিসেবে ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ সভাপতি শৈবাল চক্রবর্তী। উদ্বোধক ছিলেন অঞ্জন শীল। বিশেষ অতিথি ছিলেন পোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছৈয়দুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক মাস্টার মুসলেম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমির হামজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার আজিজ প্রমুখ। ধর্মীয় আলোচক ছিলেন শংকরানন্দ মহারাজ। স্বাগত বক্তব্য রাখেন শীলবাড়ির পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রুমন শীল রিমন। পোমরা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক কান্তি দাশের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশলী পিপলু শীল, ডা. কাজল শীল, পলাশ কুমার চৌধুরী, জয় শীল, বাদল দাশ, পোমরা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমির চক্রবর্তী সাগর প্রমুখ।
রাজচন্দ্র পূজা মন্ডপ :
গত ১১ অক্টোবর হাটহাজারী উপজেলায় রাজচন্দ্র সার্বজনীন পুজা মন্ডপ পরিদর্শন করেন হাটহাজারী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম। এ সময় পুজা মন্ডপে ওসিকে সম্মাননা প্রদান করা হয়। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, হাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক লায়ন রিমন মুহুরী, বায়েজিদ থানা পুজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জ্বল দেওয়ানজী,সহ-সভাপতি বিষু মুহুরী,সুপান দত্ত, শ্যামল কান্তি দে, যুবরাজ নাথ, রুপক সিংহ,ঝিনু দাশ সীমা, রতন কান্তি নাথ ও রনি দাশ রকেট প্রমুখ।
বোয়ালখালী :
শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে বোয়ালখালীতে শারদ উপহারসামগ্রী বিতরণ করেছেন সেবাধর্মী সংগঠন পাঠশালা। গত ১১ অক্টোবর উপজেলার কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ উপহারসামগ্রী বিতরণ করা হয়। উপহারসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবণ, নুডুলস, সেমাই, শাড়ী ও নগদ অর্থ। পাঠশালার উদ্যোক্তা সুব্রত দত্ত রাজুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ম্যানেজমেন্ট কো-অর্ডিনেটর প্রফেসর সুজন বিশ্বাস, প্রভাস চক্রবর্তী, রাজু দে, দেবাশীষ বড়ুয়া রাজু, ডিএসবি তোফায়েল আহমদ, সংগঠনের মুখপাত্র কিশোর দে, টিটন দে টিটু, জয় নন্দী, রকি দে, বিজয় চক্রবর্তী, অন্তর দাশ ও জয় পালিত প্রমুখ।