পূজামন্ডপে প্রতিমা পৌঁছে দিল ছাত্রলীগ

7

নিজস্ব প্রতিবেদক

অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা দিয়ে তৈরি কারখানা থেকে পূজামন্ডপে দুর্গা প্রতিমা পৌঁছে দিয়েছে ছাত্রলীগ। গতকাল শুক্রবার দেবী বোধনের আগে প্রতিটি মন্ডপে প্রতিমা পৌঁছে দেয় চান্দগাঁও থানা ছাত্রলীগ। থানা ছাত্রলীগের সভাপতি মো. নূরুন নবী সাহেদের এ উদ্যোগে সংগঠনটির নেতা-কর্মীদের নিয়ে গঠিত কয়েকটি টিম যুক্ত ছিলেন।
প্রতিমাবাহী গাড়ির সামনে ও পেছনে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে প্রতিমাগুলো পৌঁছে দেয়া হয়। বিসর্জনের সময়েও এই টিমগুলো চান্দগাঁও থানার বিভিন্ন মন্ডপে ঘুরে ঘুরে প্রতিমা আনা ও বিসর্জনের সময় সঙ্গে থাকবে। ছাত্রলীগের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মন্দির কর্তৃপক্ষ।
কালুরঘাটের শ্রীমৎ স্বামী তারানন্দ মহাকালী যোগাশ্রমের হিসাব রক্ষক তুহিন দাস বলেন, আমাদের প্রতিমা আনার সময় চান্দগাঁও থানা ছাত্রলীগের নেতা-কর্মীরা যে সহযোগিতা দেখিয়েছেন তা দৃষ্টান্ত হয়ে থাকবে। অনেক সময় প্রতিমা আনা-নেয়ার সময় নিরাপত্তা বিঘ্নিত হয়। প্রতিমা ভাঙচুরের মতো ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। ছাত্রলীগের এমন উদ্যোগ অব্যাহত থাকলে উগ্রবাদী গোষ্ঠী কোনরকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না।
চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি মো. নূরুন নবী সাহেদ বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে দুর্বার গতিতে এগিয়ে চলছে। বাংলাদেশ এখন সারাবিশ্বের মধ্যেই রোল মডেল। এর মধ্যেই একটি চক্র বারবার বিভিন্ন মন্ডপে হামলা চালিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের মধ্যে বিভেদের দেয়াল গড়তে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। নানা সুতায় তারা মন্ডপে হামলা চালায়, প্রতিমা ভাঙচুর করে। এবারও এমন আশঙ্কা থাকায় আমরা পূজামন্ডপ পাহারায় থাকবো। কারখানা থেকে মন্ডপে প্রতিমা পৌঁছে দিয়েছি। প্রতিদিন পূজা পরিদর্শনে থাকবো। বিসর্জন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরা সার্বক্ষণিক নিরাপত্তা দিব।