পুড়ে গেছে বাসা কয়েল কারখানা ও রেস্তোরাঁ

17

নগরীতে অগ্নিকান্ডের তিন ঘটনায় পুড়ে গেছে একটি বাসা, একটি রেস্তোরাঁ ও কয়েল তৈরির একটি কারখানা। গত সোমবার ভোরে ও রবিবার রাতে নগরীর মেহেদীবাগ, পাহাড়তলী ও চকবাজার ডিসি রোডে অগ্নিকান্ডের এসব ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানায়।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসীম উদ্দিন বলেন, সকাল ৭টার দিকে মেহেদীবাগ এলাকায় চার তলা একটি ভবনের চতুর্থ তলায় রোপ বারবিকিউ স্টেক হাউজ নামে একটি রেস্তোরাঁয় আগুন লাগে।
বৈদ্যুতিক গোলযোগ থেকে লাগা ওই আগুনে রেস্তোরাঁর আসবাবপত্র পুড়ে যায় বলে জানান তিনি। খবর বিডিনিউজের
এদিকে পাহাড়তলী জেলে পাড়া এলাকায় একটি মশার কয়েল ফ্যাক্টরিতে আগুন লেগে কাঁচামাল পুড়ে দুই লাখ টাকার মত ক্ষতি হয়েছে বলে জানান জসীম। এছাড়া রবিবার রাতে পশ্চিম বাকলিয়া ডিসি রোডে ডলির মায়ের কলোনিতে আগুন লেগে কয়েকটি ঘর পুড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।