‘পুষ্টিকর খাদ্য গ্রহণের বিষয়ে সচেতনতা বাড়াতে হবে’

13

বান্দরবান প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রামের জন্য পুষ্টির অগ্রগতি সর্ম্পকে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত। গত ২৩ আগস্ট বান্দরবানের পর্যটন মোটেলের সম্মেলন কক্ষে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পুষ্টি বিষয়ক এ বৈঠকের আয়োজন করে লিন, ফাউন্ডার বাই দ্য ইউরোপিয়ন ইউনিয়ন এবং জাতীয় পুষ্টি পরিষদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডা. হাসান শাহারিয়ার কবীর। বৈঠকে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. রাশেদা সুলতানা, সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দী, পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং ইয়ং ম্রো ও বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর। এসময় পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক ডা. অংচালু, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, পার্বত্য জেলা পরিষদের সদস্য তিং তিং ম্যা, রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. বামংপ্রু, নিরাপদ খাদ্য কর্মকর্তা ডা. সুমধু চক্রবর্তী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো.রফিকুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি বলেন, পুষ্টি শুধু খাদ্য বিষয়ক নয়, এটা জীবনের একটি অংশ। পুষ্টিকর খাদ্য গ্রহণের বিষয়ে সচেতনতা বাড়াতে হবে,পরিবার থেকে এ সচেতনতা আগে শুরু করতে হবে। বান্দরবানের থানচি, রোয়াংছড়ি, রুমা এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার পাড়া কেন্দ্রগুলোতে কিশোর কিশোরীদের নিয়ে পুষ্টি ক্লাব করতে হবে,আর সবাইকে সচেতন করে একটি সুস্থ জাতি গঠনে কাজ করতে হবে।