পুলিশের জালে ধরা ৪ ছিনতাইকারী রাতে অটোরিকশায় ঘোরে সুযোগ পেলে সর্বস্ব কেড়ে নেয়

7

রাতে সিএনজি অটোরিকশা নিয়ে ঘোরে সুযোগ বুঝে মানুষের সর্বস্ব কেড়ে নেয় তারা। অবশেষে পুলিশের জালে এই চক্রের চার সদস্য ধরা পড়েছে। মঙ্গলবার রাতে ফিরিঙ্গিবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মনির হোসেন (১৯), মো. জসিম (৪২), মো. ইমরান (২০) ও মো. আব্দুল্লাহ আল নোমান (১৯)। এসময় ৪টি টিপ ছোরা, ১টি স্টিলের তৈরি পাইপ সহ ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ।
কোতোয়ালী থানার এসআই মো. মোমিনুল হাসান জানান, আটক আসামিরা রাতে নগরের বিভিন্ন স্থানে সিএনজি অটোরিকশা নিয়ে ঘোরাফেরা করে। সুযোগ বুঝে মানুষের কাছ থেকে সর্বস্ব কেড়ে নেন। আটক আসামিরা কোতোয়ালী থানার বান্ডেল রোডে কবরস্থানের উত্তর পাশে দাঁড়িয়ে ছিনতাইয়ের পরিকল্পনা করার সময় মো. মুনির হোসেন ও মো. জসিম উদ্দিনকে নামের দুজনকে আটক করা হয়।
পরে তাদের স্বীকারোক্তি মতে, বাকলিয়া থেকে মো. ইমরান ও মো. আবদুল্লা আল নোমান নামের আরও দুজনকে আটক করা হয়। এসময় আসামিদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্চাম উদ্ধার করা হয়েছে। আব্দুল্লাহ আল নোমানের বিরুদ্ধে সাতকানিয়া থানায়ও একটি মামলা রয়েছে।