পুরুষের চেয়ে নারী বেশি ভারতে

2

 

বিশ্বের অধিক জনবহুল দেশে এই প্রথমবার সংখ্যার দিক দিয়ে পুরুষকে ছাড়িয়ে গেলো নারীরা। সরকারের নতুন পরিসংখ্যানে দেখা গেছে, ভারতে প্রতি ১ হাজার পুরুষের বিপরীতে নারী আছেন ১ হাজার ২০০ জন। ভারতীয় সংবামাদ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, স¤প্রতি জাতীয় পরিবার এবং স্বাস্থ্য সমীক্ষার পঞ্চম পর্যায়ের তথ্য প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, ১৯৯০ সালে ভারতে ১ হাজার পুরুষের বিপরীতে নারী ছিল ৯২৭। আর ২০০৫-০৬ সালের জাতীয় পরিবার এবং স্বাস্থ্য সমীক্ষায় পুরুষ এবং নারীর সংখ্যা সমান ছিল। অর্থাৎ প্রতি ১ হাজার পুরুষের বিপরীতে নারী ছিল ১ হাজার।
২০১৫-১৬ সালে জাতীয় পরিবার এবং স্বাস্থ্য সমীক্ষায় তা কিছুটা কমে যায়। নারী-পুরুষের অনুপাত দাঁড়ায় ৯৯১ : ১০০০। এবার পুরুষের থেকে অনুপাতে বেশি হয়েছে নারীর সংখ্যা। ফলে জাতীয় পরিবার এবং স্বাস্থ্য সমীক্ষা হোক বা আদমশুমারি এই প্রথমবার কোনোও পরিসংখ্যানে পুরুষের অনুপাতে নারীর সংখ্যা বেশি। জাতীয় স্বাস্থ্য কমিশনের কর্মকর্তা এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিকাশ শীল বলেন, ‘পুরুষ ও নারীর অনুপাত এবং জন্মের সময় পুরুষ ও নারীর অনুপাত যে ভালো হয়েছে, তাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। আদমশুমারি থেকে আসল ছবিটা স্পষ্ট হলেও এই ফলাফলের দিকে তাকিয়ে বলতে পারি যে নারীর ক্ষমতায়নের আমাদের পদক্ষেপগুলো সঠিক দিকে অগ্রসর হচ্ছে।’