পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

67

লোহাগাড়া ও লামায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার পৃথক এ দুর্ঘটনা দুটি ঘটে।
লোহাগাড়া প্রতিনিধি জানান, সদর ইউনিয়নের সিকদার পাড়ায় পুকুরের পানিতে ডুবে ২য় শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ১টায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবদুস ছবুর। নিহত মো. রাফি (৭) লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. হাসানের পুত্র ও লোহাগাড়া সদরের ছমদিয়া আশরাফুল উলুম মাদ্রাসার ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ পূর্বে মো. রফি আজিজনগর থেকে লোহাগাড়ায় নানা বাড়িতে আসে এবং মাদ্রাসায় ভর্তি হয়। ঘটনার দিন দুপুরে পুকুরে গোসল করতে নেমে খেলাচ্ছলে পানিতে পড়ে ডুবে যায়। পুকুরে গোসল করতে আসা লোকজন তাকে খোঁজাখুঁজি করেও পায়নি। পরে পুকুরঘাটের এক পাশে ওই শিশুর ভাসমান লাশ পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির লাশ তার গ্রামের বাড়ি আজিজনগর নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
অপরদিকে লামা প্রতিনিধি জানান, উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. সাদেক হোসেন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকালে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের হাফেজ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। সাদেক হোসেন হাফেজ পাড়ার বাসিন্দা মো. শাহ আলমের ছেলে।
জানা যায়, শনিবার বিকাল ৫টার দিকে সাদেক হোসেন স্কুল থেকে বাড়ি ফিরে পাশের পুকুরে গোসল করতে যায়। এ সময় সে পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়দের সহায়তায় সাদেকের লাশ উদ্ধার করেন স্বজনেরা। পুকুরের পানিতে ডুবে শিশু সাদেকের মৃত্যুর সত্যতা রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ সদস্য মো. শফি আলম নিশ্চিত করেন।