পুঁজিবাজার : সূচকের উত্থানে লেনদেন

12

 

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। এক ঘণ্টায় ৩২৮ কম্পানির শেয়ারের দর বেড়েছে। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৯ মার্চ) ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। লেনদেন শুরুর এক ঘণ্টা পর সকাল ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১৮১ পয়েট বেড়ে ১৯ হাজার ১৯৯ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। সকাল ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
এসময়ের ১১৭টি কম্পানির দাম বেড়েছে, কমেছে ১৩টি কম্পানির দর। অপরিবর্তিত রয়েছে ৩টি কম্পানি শেয়ারের দর।