পুঁচকো

35

কুট কুটু কুট কুট
সোনা করে শব্দ,
এই শুনে ঘরময় হয় সব জব্দ।

খিক খিক খিক খিক
সোনাটাতো হাসেরে,
স্বর্গের সুখগুলো ঘরে আজ আসে রে।

চিক চিক চিক চিক
হাসি-খুশি বায়না,
সাজ সাজ রব রব, যেন সুর আয়না।

প্যাঁ প্যাঁ প্যাঁ প্যাঁ
সারাদিন কান্না,
শুনে হল আহা ছাই, আছে যত রান্না।

বাব্বা, বাব্বা,
ডাকে বুঝি আব্বা?
এই শুনে আপু দেয় পরীক্ষায় ডাব্বা।

হাঁটি পা পা ভেংচায়
দুই পাটি দন্ত,
এই দেখে মা’র হাসির নেই কোন অন্ত।

ক্লান্তি শান্তি হীন
শুধু ছোটাছুটি,
চিৎকার এই কান্না, হাসি-লুটোপুটি।