পিবিআই কার্যালয়ে এসে ধরা দিলেন অনুতপ্ত আসামি

12

ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের বাবা-ছেলের খুনের ঘটনায় অনুতপ্ত হয়ে মো. নজরুল ইসলাম (৩০) নামে এক আসামি পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম জেলা কার্যালয়ে আত্মসমর্পণ করেছেন। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিনের আদালতে হত্যাকান্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি। নজরুল ইসলাম খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি থানার মাইজভান্ডার খামার ছমুর পাড়ার মো. মাহবুবুল আলমের ছেলে। খবর বাংলানিউজের
পিবিআই সূত্রে জানা যায়, ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের হলুদ্যাখোলা এলাকায় পাহাড়ি জমি ইজারা নিয়ে ফকির আহাম্মদ একটি কৃষি খামার করেছিলেন। ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর নিখোঁজ হন ফকির আহাম্মদ। পরদিন সকালে মানিকপুর সংলগ্ন দুইদ্যাখালে তার গলাকাটা মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় তার বাবা এজাহার মিয়া বাদী হয়ে ফটিকছড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর চলতি বছরের ২৪ জুন সকালে নিজের কৃষিজমিতে কাজ করতে গিয়ে আর বাড়িতে ফেরেননি এজাহার মিয়া। পরদিন বিকেল ৩টার দিকে তার মরদেহ জমির পাশে একটি বাঁশঝাড়ের নিচে পাওয়া যায়। এ ঘটনায় তার স্ত্রী নাছিমা বেগম বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বাবা-ছেলের হত্যার ঘটনা একইসূত্রে গাথা। গ্রেপ্তার তিনজন জানিয়েছে, পাহাড়ে ইজারার জমির নিয়ন্ত্রণ নিয়ে ফকিরকে খুন করা হয়। পরে তারা এজাহারকেও একই কায়দায় খুন করে।
তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই চট্টগ্রাম জেলার উপ-রিদর্শক মো. কামাল আব্বাস বলেন, আসামি নজরুল স্বেচ্ছায় অপরাধে অনুতপ্ত হয়ে নিজে এসেছে চট্টগ্রাম জেলা পিবিআই কার্যালয়ে। এসে বলেন, ‘আমি পিবিআইতে আসলাম, আমি খুনি। আমাকে গ্রেপ্তার করেন।’ নজরুল সঙ্গে আরও চারজনকে নিয়ে গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে পিবিআই কার্যালয়ে এসেছিলেন। তিনি বলেন, ‘বাবা-ছেলে হত্যা ঘটনা দ্ইুটি আমিই ঘটিয়েছি। আমি খুনি। আমি ঘুমাইতে, খাওয়া-দাওয়া করতে পারি না। আমি আমার পাপের জন্য অনুতপ্ত। আমি আইনের হেফাজতে যেতে চাই। আমাকে গ্রেপ্তার করুন।’
মো. কামাল আব্বাস বলেন, নজরুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে ছেলে হত্যায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছেন। বাবা হত্যা মামলায় আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।