“পিতা গড়েন দেহ, শিক্ষক গড়েন মন…”

208

 

বিশ্ব শিক্ষক দিবসে মননে-মেধায়, চিন্তা-চেতনায়, আচরণ-আলাপনে, নীতি-নৈতিকতায় প্রকৃত শিক্ষক যাঁরা, তাঁদের প্রতি ও পৃথিবীর সকল শিক্ষকের প্রতি জানাই অপার শ্রদ্ধা, প্রণাম ও অহর্নিশ শুভ কামনা.. বিশ্ব শিক্ষক দিবস আজ। যাদের হাত ধরেই পৃথিবীর ইতিহাসের সূচনা। ১৯৬৬ সালের এদিনে ইউনেস্কোর উদ্যোগে প্যারিসে আন্তঃসরকার সম্মেলনে শিক্ষকদের অধিকার, মর্যাদা ও করণীয় বিষয়ে গৃহীত ১৪৫টি সুপারিশ আইএলও অনুমোদিত হওয়ার পর এই সুপারিশমালা ‘শিক্ষকদের মর্যাদা সনদ’ হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত। ১৯৯৪ সালে ইউনেস্কোর ২৬তম অধিবেশনে ১৯৬৬ সালের সুপারিশ স্মরণীয় করে রাখার জন্য বিশ্ব শিক্ষক দিবস পালনের প্রস্তাব গৃহীত হয়। ঐ সনদের স্মারক দিবস হিসেবে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়। প্রতি বছরের ন্যায় এবছরও ইউনেস্কো বিশ্ব শিক্ষক দিবসের মূল প্রতিপাদ্য ঘোষণা করেছে। এবছরের মূল প্রতিপাদ্য হলো- Teachers at the Heart of the Education Recovery শিক্ষা পুনরুদ্ধারে শিক্ষকরাই মূল নিয়ামক শক্তি। অর্থাৎ শিক্ষকই শিক্ষা পুনরুদ্ধারের কেন্দ্রবিন্দুতে।