পিঠা উৎসব

10

চিটাগাং ক্লাব :
ঐতিহ্যবাহী চিটাগাং ক্লাব লিঃ এ প্রতি বছরের ন্যায় বর্ণাঢ্য অয়োজনের মধ্য দিয়ে এবারও সম্পন্ন হলো পিঠা উৎসব এন্ড ফান ফেয়ার ২০২৩। গত ৪ ফেব্রুয়ারি শুরু হয় প্রদর্শনীর কার্যক্রম।
বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে দর্শক সমাগম। মেলায় হরেক রকম পিঠাপুলির স্বাদ। এর পাশাপাশি শিশুদের জন্য বিশেষ উপহার, বেলুন স্যুট, স্ট্রিট মেজিসিয়ান, বায়স্কোপ বানর নাচ ইত্যাদির উপস্থিতি দর্শকদের আনন্দ আরো একধাপ বাড়িয়ে দেয় । বেলা ৪টায এই উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উৎসবের বেলুন উড়িয়ে উদ্বোধন ঘোষণা করেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান মিয়া মোহাম্মদ আব্দুর রহিম। বিশেষ অথিতি ছিলেন চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর)। অতিথিদের স্বাগত জানান উইমেন অ্যফির্য়্যস বিভাগের মেম্বার ইনচার্জ অ্যাডভোকেট সাবরিনা চৌধুরী।
অনুষ্ঠানে ক্লাব কার্যকরী কমিটির সদস্যগণ যথাক্রমে ডা. ফাহিম হাসান রেজা, সালাউদ্দিন আহমেদ, মো. জাহিদ সুলতান (টিপু), আবু আহমদ হাসনাত, মোসলেহউদ্দিন আহমেদ (অপ), অ্যাডভোকেট সাবরিনা চৌধুরী, মোহাম্মদ এয়াকুব, মোহাম্মদ রফিকুল ইসলাম মিয়া (বাবুল), অনুষ্ঠানে সাবেক চেয়ারম্যান ও মেম্বার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।

রিডার্স ইংলিশ স্কুল :
নগরীর ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠান রিডার্স ইংলিশ স্কুলের উদ্যোগে পিঠা উৎসব গত ২ ফেব্রæয়ারি চান্দগাঁও ক্যাম্পাসে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মঈনুদ্দীন কাদের লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. চৌধুরী মুনিরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন লায়ন শফিকুর রহমান চৌধুরী, অধ্যক্ষ মোস্তফা রেজাউল মনির, অধ্যক্ষ ফিরোজা বেগম, সেলিনা আক্তার, আকলিমা হাশেম, ইফসানুল ইসলাম, প্রিয়াংকা বড়ুয়া, সুস্মিতা মুহুরী, আনিশা দাস গুপ্ত, নাবিলা আহসান, সাকী, আশরাফুল হক প্রমুখ।