পিটুপির অঙ্গ প্রতিষ্ঠান পিয়ারস কমিউনিকেশনের যাত্রা শুরু

16

 

নগরীর জিইসি কনভেনশন সেন্টারে আয়োজিত পাঁচদিনব্যাপী পিটুপি বিল্ড এক্সপো শেষ হয়েছে। গত সোমবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এক্সপোর ইতি টানেন আয়োজক কর্তৃপক্ষ। একইসাথে অনুষ্ঠানে পিয়ারস কমিউনিকেশন নামে পিটুপি’র নতুন একটি ইভেন্ট সল্যুশন প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়। এক্সপোর সমাপনী ও পিয়ারস কমিউনিকেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য মু. প্রফেসর সিকান্দর খান এবং ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সাইদ আল নোমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিটুপি ফ্যামিলির চেয়ারম্যান সাদমান সাইকা সেফা, ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল ইসলাম আলভী, পরিচালক মোস্তফা আমিনুল ইসলাম, পরিচালক আর্কিটেক্ট মেহেদী ইফতেখার, পরিচালক (প্ল্যানিং অ্যান্ড ডিজাইন) রতন মন্ডল, পরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্সট্রাকশন) প্রকৗশলী নাজিম উদ্দিন খান, সিইও মোহাম্মদ ফাহিম, এক্সিকিউটিভ ডিরেক্টর দেওয়ান রাশেদুল হাসান, সিএফও মোহাম্মদ সরফরাজ, হেড অব কনস্ট্রাকশন প্রকৌশলী মহসিন ইকবাল, হেড অব বিজনেস রুবায়েত বিন আবেদীন, হেড অব ব্র্যান্ড ইয়াদ ইসলাম, সেলস মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন বিভাগের কনসালটেন্ট মোহাম্মদ হাসান, পিয়ারস কমিউনিকেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর নির্ঝর চৌধুরী, হিউম্যান রিসোর্স ম্যানেজার আমিনুল হাসান। পিটুপির অঙ্গ প্রতিষ্ঠান পিয়ারস কমিউনিকেশনের নির্বাহী পরিচালক নির্ঝর চৌধুরী জানান, পিটুপির ইভেন্ট সল্যুশন প্রতিষ্ঠানটি এখন দেশব্যাপী সামাজিক ও করপোরেট অনুষ্ঠান আয়োজনে বিশ্বমানের ইভেন্ট প্ল্যানিং ও সেবা দেয়ার লক্ষ্য নিয়ে পিয়ারস কমিউনিকেশন নামে যাত্রা শুরু করেছে। পিয়ারস কমিউনিকেশনের অধীনে চট্টগ্রাম মহানগরীতে নিজস্ব আউটডোর এবং ইনডোর ইভেন্ট ভেন্যুর পাশাপাশি বিশ্বমানের করপোরেট অনুষ্ঠান আয়োজনের শতভাগ সক্ষমতা রয়েছে। বিজ্ঞপ্তি