পিটিই একাডেমিক বিষয়ে কর্মশালা

10

পিয়ারসন বাংলাদেশ গত ১৫ সেপ্টেম্বর নগরীর র‌্যাডিসন বøু চট্টগ্রাম বে ভিউতে ‘ট্রেইন দ্যা ট্রেইনার প্রোগ্রাম’ শীর্ষক কর্মশালার আয়োজন করে। পিয়ারসন বাংলাদেশের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার গালিব হাসনাতের উপস্থাপনায় কর্মশালা পরিচালনা করেন অস্ট্রেলিয়ার ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ই ২-এর প্রতিষ্ঠাতা ও বিশ^বিখ্যাত পিটিই প্রশিক্ষক জারার্ড রোজ মার্লো। চট্টগ্রামের ইংরেজি শিক্ষা ইন্সটিটিউট, ইংরেজি মাধ্যম স্কুল এবং বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রশিক্ষকরা এতে অংশগ্রহণ করেন। কর্মশালায় তিনি পিটিই একাডেমিকের জন্য প্রস্তুতি নিতে বিভিন্ন দক্ষতা ও কৌশল সম্পর্কে তুলে ধরেন। দশ বছরেরও বেশি সময় আগে চালু হওয়া পিটিই একাডেমিক ইংরেজি দক্ষতার জন্য বিশে^র শীর্ষ পরীক্ষাগুলোর একটিতে পরিণত হয়েছে। বিশ^বিদ্যালয় ও পেশাদার সংস্থা এবং যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সরকারের ভিসা ও ইমিগ্রেশনের জন্য যাতে গ্রহণযোগ্য হয় সেজন্য পিটিই একাডেমিক ইংরেজি দক্ষতায় উচ্চমাত্রার শুদ্ধতা ও বিশ^স্ততার জন্য কাজ করে যাচ্ছে। বিজ্ঞপ্তি