পিটিআই এলামনাই এসো’র সভা

43

নগরীর সদরঘাট থানাস্থ আইসফ্যাক্টরী রোডস্থ চট্টগ্রাম পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের গড়া সংগঠন চট্টগ্রাম পিটিআই এলামনাই এসোসিয়েশন এর ৮৭ ব্যাচের আলোচনা সভা এবং চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রাক্তন ছাত্র জুলফিকার আলী মুন্নার সভাপতিত্বে ও মো. ফয়সাল সাব্বিরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের প্রাথমিক শিক্ষার উপ-পরিচালক মো. সুলতান মিয়া। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম বিভাগের প্রাথমিক শিক্ষার সহকারী পরিচালক রাশেদা। ইফতেখার উদ্দিন মুন্না’র কুরআন তেলোয়াতের মধ্য সভার সূচনা হয়। স্বাগত বক্তব্য রাখেন মির্জা মাহবুব তৌহিদ। প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন, ৭২ ব্যাচের আনোয়ারুল আলম পাহলভি, ৭৬ ব্যাচের নুরুল আনোয়ার, ৮৩ ব্যাচের সাহেদুল কবির চৌধুরী, নাজমুল হক ডিউক, ৮৭ ব্যাচের এরশাদুজ্জামান রাজু, ৮৯ ব্যাচের মো. মঈনুল হোসেন, ৯৭ ব্যাচের হাসান তারেক রিয়াদ, মো: জিয়াউল হাসান, ৯৮ ব্যাচের সাদেকুর রহমান, মোশারফ হোসাইন ইপু, মো: মহিউদ্দিন জুয়েল, ২০০০ ব্যাচের আনিসুজ্জামান রিয়াদ, ২০০১ ব্যাচের সৌরভ ঘোষ, আবু হাসনাত শেখ , ইঞ্জিনিয়ার আব্দুল কাদির, ২০০৩ ব্যাচের কাজী এম এন সাকীব, ০৫ ব্যাচের আফজাল আহমেদ, মোহাম্মদ ইমতিয়াজ, সৈকত বিশ্বাস , ০৭ ব্যাচের ওমর ফারুক বাপ্পু , ০৮ ব্যাচের নাজমুল হুদা, মুহাম্মদ ইরফান, ২০১০ ব্যাচের মোশাররফ হোসেন, শহিদুল ইসলাম, মাহিম হোসাইন, ইউসুফ খান রবিন , সাবরিনা সুলতানাসহ বর্তমান ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ। এর আগে রচন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিােগিা উদ্বোধন করেন পিটিআই চট্টগ্রামের সুপারিনটেনডেন্ট বেগম কামরুন নাহার। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিশু শিক্ষার্থীর পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি