পিছিয়ে যাচ্ছে বিপিএল

23

সেদিন বেশ দ্ব্যর্থহীন কণ্ঠেই জালাল ইউনুস বলেছিলেন,পূর্বনির্ধারিত সময় অর্থাৎ ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘বঙ্গবন্ধু’ বিপিএল’। কিন্তু এক সপ্তাহ না যেতেই সুর বদলে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। পূর্বাবস্থান থেকে সরে এসে বৃহস্পতিবার বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল জানালেন, ৭ দিন পিছিয়ে যেতে পারে দেশের ঘরোয়া ক্রিকেটের জাঁকজমকপূর্ণ এই আসরটি। বৃহস্পতিবার বিপিএল সভা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তিনি একথা বলেন। শেখ সোহেল জানান, ‘আমরা আস্তে আস্তে আগাচ্ছি। একটা শেষ করলাম কেবল। বিপিএল নিয়ে আমরা বলেছিলাম যে ডিসেম্বরের ৬ তারিখে শুরু হবে। হয়ত এক সপ্তাহ পেছাতে পারি।’ এদিকে একই ডায়াসে উপস্থিত বিসিবির পরিচালক মাহব্বু আনাম জানালেন, এক সপ্তাহ নয়, দশ দিন পিছিয়ে যাচ্ছে বিপিএল।