পিছিয়েপড়া জনগোষ্ঠীকে খাদ্যসামগ্রী সহায়তা

16


শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল :
নগরীর ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে কর্মহীনদের মাঝে ত্রাণ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ৯ নং উওর পাহাড়তলী ওয়ার্ডের ভারপ্রাপ্ত আহবায়ক সৈয়দ সরোয়ার মোর্শেদ কচি ভাইয়ের সভাপতিত্বে,তারেক জামাল ও মীর আহমেদ খোকনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীও ৯, ১০, ১৩ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর তসলিমা নুরজাহান রুবি।এতে আরও উপস্হিত ছিলেন সিনিয়র আওয়ামীলীগ নেতৃবৃন্দ আব্দুল জব্বার,সাহাবুদ্দিন আহমেদ জাহিদ,লোকমান আহমেদ,আনসার আলী, তাজুল ইসলাম, এরফান আহমেদ, সাজ্জাদ হাসান, মোঃ আলী বাবলু, জমির উদ্দিন মাসুদ, মোঃ রফিক, হাজী বেলাল, ইমরান আহমেদ, শাহজাহান, নাসির আহমেদ, আবদুল আজিজ, নাসিরউদ্দিন, মোঃ হারুন, জসিম উদ্দিন, মহিলা নেত্রী, হোসনেয়ারা বেগম, ফরিদা বেগম, আয়শা খানম, খেলনা আরা, খতিজা আক্তার প্রমুখ।
আন্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ :
আন্তর্জাতিক সেবা মুলক সংস্থা আন্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ (একেএমবি)’র বোর্ড অব ট্রাস্টি, বিশিষ্ট রাজনীতিবীদ এইচ এম মুজিবুল হক শুক্কুর বলেছেন যে কোন দুর্যোগ ও মহামারী কালীন সময়ে গরীব মেহনতী মানুষের পাশে দাড়ানো সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের নৈতিক দ্বায়িত্ব। আমাদের মত স্বল্প আয়ের দেশে এজাতীয় দুর্যোগ ও মহামারী মোকাবেলা করা সরকারের পক্ষে একক ভাবে সম্ভব নয় তাই সমাজের সকল বিত্তবানদের উচিৎ এরকম দুর্যোগ কালীন সময়ে মানুষের পাশে থাকা। তিনি গত ২ মে নগরীর কালামিয়া বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে আন্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ (একেএমবি)র উদ্যোগে আমেরিকা জর্জিয়া মুসলিম কমিউনিটির সহযোগিতায় চট্টগ্রামে এক হাজার পরবিারে খাদ্য সমাগ্রী উপহার বিতরন অনুষ্ঠান উদ্বোধনকালে উপরোক্ত মন্তব্য করেন। আন্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ (একেএমবি)র চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা কাজী জসিম উদদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এস এম আব্দুল করিম তারেক, আমেরিকা জর্জিয়া মুসলিম কমিউনিটির বাংলাদেশ এর ডাইরেক্টর আলহাজ্ব শাহদাত হোসাইন রুবেল, অধ্যক্ষ মাওলানা আবু সালেহ্, বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজ সেবক এম মহিউল আলম চৌধুরী, মাওলানা এম এম মাইনুদ্দীন চৌধুরী হালিম, লায়ন এম ইমরান, আনিসুর রহমান, আবু সাদেক সিটু প্রমুখ।
কাউন্সিলর নাজমুল হক ডিউক :
উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের কাউন্সিলর ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আইন শৃঙ্খলা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নাজমুল হক ডিউকের ব্যবস্থাপনায় চগ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম এসোসিয়েশন (জিএমসিএ)’র পক্ষ থেকে যাকাত ফান্ডের মাধ্যমে উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের প্রায় তিন শতাধিক পরিবারকে গত ৩০ এপ্রিল খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
চট্টগ্রাম জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন :
চট্টগ্রাম জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ১লা মে শ্রমিক দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা কেন্দ্রীয় নির্মাণ শ্রমিক ইউনিয়নের কাজীর দেউড়ী অফিস সংলগ্ন এলাকায় অসচ্ছল শ্রমিকদের মাঝে ত্রাণসামগ্রী বিতরন করা হয়। চট্টগ্রাম জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি রুস্তম আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদ ও সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুল কাদের রাজুর সঞ্চালনায় এ ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক ফরহাদুল ইসলাম রিন্টু। বিশেষ অতিথি ছিলেন যুবলীগ নেতা মো. রফিক, বিশিষ্ট টাইলস দোকান মালিক এসোসিয়েশনে সাধারণ সম্পাদক আবুল কাসেম দুলাল, উপদেষ্টা কে এম শহিদুল্লা, মো. মোস্তফা। ­ এ সময় আরো উপস্থিত ছিলেন ফারুক হোসেন স্বপন, বেলাল হোসেন, মো. আজম খান, মো. ইসমাইল হোসেন, মোহাম্মদ আকবর হোসেন, মো. শেয়ার আলী, জয়নাল আবদীন, ইসমাইল হোসেন জিয়া, নুর মোহাম্মদ, আবদুল করিম, আরমান, খলিল খান, মো. আবু তাহের, মো. মহিন ও চট্টগ্রাম জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সকল সদস্য।
বাগীশিক’র উপহার সামগ্রী বিতরণ :
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের উদ্যোগে বৈশ্বিক করোনা মহামারীতে কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে ভালোবাসার উপহার সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। মাসব্যাপী আয়োজনের ৬ষ্ঠ দিনেও গতকাল ২ মে নগরীর আন্দরকিল­াস্থ সংগঠন কার্যালয়ে সরকারি স্বাস্থ্যবিধি মেনে অসহায় পরিবারের সদস্যদের মাঝে এসব উপহার সামগ্রী তুলে দেয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল ৮ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি তেল, ১ কেজি ডাল। করোনার দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত বাগীশিক’র এই কার্যক্রম চলমান থাকবে। বাগীশিক কেন্দ্রীয় সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়ের সভাপত্বি উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা তপন চক্রবর্তী। উদ্বোধক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা অ্যাড. তপন কান্তি দাশ। সংগঠনের সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, বাগীশিক কেন্দ্রীয় উপদেষ্টা প্রিতম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক এস প্রকাশ পাল, প্রকৌশলী সুমন সেন, দপ্তর সম্পাদক সজীব দত্ত সৌরভ, অর্থ সম্পাদক রাশু কান্তি বিশ্বাস, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক লায়ন কৈলাশ বিহারী সেন, সহ-সাংস্কৃতিক সম্পাদক যীশু সেন, প্রকাশনা সম্পাদক মোহন চৌধুরী, সহ-প্রকাশনা সম্পাদক লিটন দে, দক্ষিণ জেলা সংসদের সভাপতি অধ্যাপক শিপুল কুমার দে প্রমুখ।