পিকআপ ভ্যান পেল রাঙ্গুনিয়া মৎস্য সমবায় সমিতি

5

রাঙ্গুনিয়া প্রতিনিধি

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাঙ্গুনিয়ায় সুফলভোগীদের মাঝে উপকরণ বিতরণ কার্যক্রমে একটি পিকআপ ভ্যান দেয়া হয়েছে। মৎস্য দপ্তরের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) মৎস্য অধিদপ্তরের আওতায় এগ্রিকালচারাল ইনোভেশন ফান্ড-৩ এর আওতায় এই পিকআপ ভ্যানটি দেয়া হয়। রাঙ্গুনিয়া সিআইজি (মৎস্য) সমবায় সমিতিকে ভর্তুকি মূল্যে গাড়িটি দেয়া হয়। গত ২৮ জুলাই উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমিতির নেতৃবৃন্দের মাঝে গাড়িটি হস্তান্তর করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, ইউএনও আতাউল গনি ওসমানী, উপজেলা মৎস্য কর্মকর্তা পীযুষ প্রভাকর ও ক্ষেত্র সহকারী ওবাইদুল হক। এসময় সমিতির পক্ষে পিকআপ ভ্যান গ্রহণ করেন রাঙ্গুনিয়া ইউপি চেয়ারম্যান মো. নূর উল্লাহ, লিপ সেবুব্রত রায় চৌধুরী, সমিতির সভাপতি মিশু দাশ, সাধারণ সম্পাদক সুমন মজুমদার, সদস্য বিকাশ চন্দ্র কর, বসু বিশ্বাস ও তৃষ্ণা মহাজন। এসময় বিভিন্ন ইউনিয়নের মৎস্য সম্প্রসারণ প্রতিনিধিদের মাঝে মাছ চাষ সহায়ক কিট হস্তান্তর করা হয়।