পিএসএলের ক্রিকেটারদের নিয়ে সুখবর দিল পিসিবি

37

করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে সেমিফাইনালের আগেই স্থগিত ঘোষণা করা হয়েছিল পিএসএল (পাকিস্তান সুপার লিগ)। এরপর পিএসএলে অংশ নেওয়া ক্রিকেটার, ম্যাচ অফিশিয়াল, সাপোর্ট স্টাফ, ব্রডকাস্টার ও ফ্র্যাঞ্চাইজি মালিক পক্ষের ১২৮ জনকে কোভিড-১৯ এর টেস্ট করানো হয়। গতকাল পিসিবি জানিয়েছে সুখবর, ১২৮ জনের প্রত্যেকের ফলাফলই নেগেটিভ এসেছে। এই ১২৮ জন ছাড়াও মুলতান সুলতানের ১৭ জন কোভিড-১৯ এর টেস্ট করান গত ১৬ মার্চ। তাদের ফলাফলও নেগেটিভ এসেছে। পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান এই প্রসঙ্গে বলেন, ‘পিসিবি খুবই খুশি যে কোভিড-১৯ এর ফলাফলে সবারই নেগেটিভ রিমার্ক এসেছে। ম্যাচ অফিশিয়ালরা ও খেলোয়াড়রা কোনরকম স্বাস্থ্য ঝুঁকি মনে না নিয়েই পরিবারের সঙ্গে যুক্ত হতে পেরেছে। পিসিবি ভবিষ্যতেও সবার সুরক্ষাতে কাজ করবে।