পাহাড় পুরের দস্যি টুলু

71

পাহাড় পুরের দস্যি টুলু দে তোমরা চিনো কি তাঁকে?
একাত্তুরের যুদ্ধে গিয়েছে শেখ মুজিবের ডাকে।
ছেলেটি বয়সে খুব ছিল ছোটো শরীরে অনেক বড়
রাজাকার কাঁপে,কাঁপে হায়েনারা জড়োসড়ো থরথরে।

বড়োরা যেখানে সাহস করেনি এ ছেলে নিয়েছে ঝুঁকি
লড়েছে বীরের সৈনিক হয়ে মৃত্যুর মুখোমুখি।
বক্ষে এঁকেছে মুজিবের নাম ছুটেছে গঞ্জ-গ্রামে
নতুন পৃথিবী আনার আগে সে সহজে কী আর থামে?

বাড়ির কথা সে শিকেয় তুলেছে ভয়াল একাত্তরে
যুদ্ধের মাঠে কাঁপছিল সেতো ভুগছিল সেই জ্বরে।
জ্বরকে রেখেছে চাদর জড়িয়ে পাকিদের দেবে রুখে
যুদ্ধের মাঠে পড়লো সে ছেলে মৃত্যুর কোলে ঝুঁকে।

পাকিরা পারেনি রুখে দিতে তাকে যুদ্ধের ঠিক শেষে
দেশের জন্য অকাতরে প্রাণ ছেলেটি দিয়েছে হেসে।
পাহাড় পুরের দস্যি টুলু দে তোমরা চেনো কি তাঁকে?
একাত্তুরের যুদ্ধে গিয়েছে শেখ মুজিবের ডাকে।