পাহাড় কাটা মামলা

33

নগরের বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর এলাকায় পাহাড় কাটা মামলায় ৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বিশেষ আদালতের বিচারক ও স্পেশাল ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরীর আদালতে শুনানির পর এ অভিযোগ গঠন হয়।
আদালত সূত্র জানায়, অভিযুক্ত ৯ আসামি হলেন- মো. আরিফ মহিউদ্দিন, মো, বাবুল, মো. শাহজাহান, মো. মাহবুব আলম, অর্জুন সাহা, মো. মজিবুর রহমান, মো. শাহ আলম, মো. আবছার আলী ও মো. আজিজুল ইসলাম। চলতি মাসে আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হবে। খবর বাংলানিউজের
সূত্র জানায়, ২০১৮ সালের জুন মাসে বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর এলাকায় অভিযুক্ত ব্যক্তিরা পাহাড় কেটে ঘর নির্মাণের চেষ্টা করে। এরপর ২৬ জুন বায়েজিদ থানার এএসআই নুর মোহাম্মদ শাহাদাত বাদী হয়ে হয়ে ৯ জনকে আসামি করে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলা দায়ের করেন।
সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী বলেন, ৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। চলতি মাসেই এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে।