পাহাড় কাটায় ৭ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

9

নগরীর খুলশী এলাকায় পাহাড় কাটার প্রমাণ পাওয়ায় তিন ব্যক্তিতে ৭ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়। গতকাল বৃহস্পতিবার কার্যালয়টির পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরও জানানো হয়, গত বুধবার পরিবেশে অধিদপ্তরের জুনিয়র কেমিস্ট মোহাম্মদ ছানোয়ার হোসেন পাহাড়তলীর লট-৯, বিএস দাগে আনুমানিক ১ হাজার ৫৫০ বর্গফুট পাহাড় কর্তনের প্রমাণ পান। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুসারে পাহাড় কর্তনের সাথে সংশ্লিষ্ট মো. ওমর ফারুক, নুরুল আবছার, জাফর আহম্মেদের শুনানি শেষে যথাক্রমে ২ লাখ ৫০ হাজার, ৩ লাখ এবং ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা আগামী ৭ দিনের মধ্যে পরিশোধের নির্দেশও প্রদান করা হয়।