পাহাড় কাটার দায়ে সাড়ে তিন লাখ টাকা জরিমানা

7

নিজস্ব প্রতিবেদক

পাহাড় কাটায় এক প্রতিষ্ঠানকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়। গতকাল কার্যালয়টির পরিচালক মুফিদুল আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়। বান্দরবান জেলার মেসার্স সাঙ্গওয়েকে এ জরিমানা করা হয়। একই অপরাধে বান্দরবানের ল²ীপদ দাশকে ২২ হাজার টাকা এবং ছাড়পত্রের শর্ত ভঙ্গ করায় কুমিল্লার নিউ টেক ফার্মাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে মুফিদুল আলম পূর্বদেশকে জানান, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৭ ও ১২ ধারা অনুসারে এসব ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে। পরিবেশ দূষণকারীদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না উল্লেখ করে জানান, এ অভিযান সাময়িকের জন্য না। নিয়মিত চলতে থাকবে।