‘পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে সেনাবাহিনী’

16

খাগড়াছড়ি প্রতিনিধি

কেক কাটা, প্রীতিভোজ, বিশেষ মোনাজাতসহ নানা আয়োজনে পালিত হলো খাগড়াছড়িতে আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত ২৪ আর্টিলারী ব্রিগেড গুইমারা রিজিয়নের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষ্যে পুরো রিজিয়ন সদর দপ্তরে ছিলো সাজ সাজ রব। দুপুরে আমন্ত্রিত অতিথিরা একে একে উপস্থিত হয়ে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুনের হাতে ফুলের তোড়া ও উপহার দিয়ে শুভেচ্ছা জানান। পরে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন রিজিয়ন কমান্ডার। এসময় তিনি বলেন, পার্বত্যাঞ্চলের মানুষ শান্তিপ্রিয়, সরকারও পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সরকারকে সহযোগিতা করছে। দেশকে এগিয়ে নিতে সেনাবাহিনীর এ সহযোগিতা অব্যহত থাকবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যন অংসুইপ্রæ চৌধুরী অপু, সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী, ডিজিএফআই খাগড়াছড়ি ডেট কমান্ডার কর্ণেল সরদার ইসস্তিয়াক আহম্মেদ, বিজিবি গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মালেক, পলাশপুর জোন অধিনায়ক লে. কর্ণেল সৈয়দ সালাউদ্দিন নয়ন, ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল দেওয়ান মঞ্জুরুল হক, ২৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী ল²ীছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল মো. জাহাঙ্গীর আলম, ১৫ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙা জোন অধিনায়ক লে. কর্ণেল মঞ্জুরুল কবির প্রমুখ।