পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

50

নগরীর ফয়’স লেক সি ওর্য়াল্ড সংলগ্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতির অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিকেলে সি ওয়ার্ল্ডের পেছনে বিজয়নগর, জিয়ানগর ও মধ্যমনগর এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম।
তিনি সাংবাদিকদের বলেন, উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে চালানো অভিযানে পাহাড়ে অবৈধভাবে বসবাস করা পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এসময় একটি ট্রান্সফরমার, চারটি মিটার বক্স, নয়টি প্রিডেইড মিটার, ৫০ কয়েল তার জব্দ করা হয় বলে জানান ম্যাজিস্ট্রেট।
উল্লেখ্য, ওই এলাকায় শতাধিক পরিবার বসবাস করছে এবং এদের মধ্যে ২২টি পরিবারকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।