পাহাড়তলীতে রেলওয়ে ভূমিতে মাদকের স্পট উচ্ছেদের দাবি

3

পাহাড়তলী এলাকায় রেলওয়ের ভূমিতে গড়ে উঠা মাদকের স্পট খ্যাত স্ক্রাব কলোনি উচ্ছেদের দাবিতে চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয় ঘেরাও করে মানববন্ধন করেছে রেলওয়ে অঞ্চলের সাধারণ এলাকাবাসী। গত রবিবার রেলওয়ে ম্যানেজারের কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধনে যোগদান করেন পাহাড়তলী রেলওয়ের বিভিন্ন এলাকার সমাজকল্যাণ কমিটি, মসজিদ কমিটি, মন্দির কমিটির নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থী, যুব সমাজ, ছাত্রলীগ নেতৃবৃন্দ ও সাধারণ এলাকাবাসী। এসময় চট্টগ্রাম ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার আবিদুর রহমানের হাতে স্মারকলিপি হস্তান্তর করেন প্রীতিলতা স্মৃতি সংরক্ষণ কমিটির আহবায়ক মহিন উদ্দিন, সদস্য সচিব লিটন চৌধুরী রিংকু, মাস্টার মাস্টারলাইন সমাজকল্যাণের সাবেক সহ-সভাপতি ইউছুফ রশীদি, সাবেক সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, রেলওয়ে পোষ্য সোসাইটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সাগর, হাসপাতাল কলোনি মন্দির কমিটির সভাপতি বিষ্ণু দাশ, যুবনেতা বিপব দাশ, যুবনেতা জাবেদ হোসেন, ছাত্রনেতা শরীফুদ্দিন সোহাগ প্রমুখ। অত্যান্ত দুঃখের সাথে আজ আপনাকে জানাতে হচ্ছে আমাদের এই নান্দনিক পাহাড়তলীতে রেলওয়ের ভূমিতেই রয়েছে চট্টগ্রাম শহরের সর্ববৃহৎ উন্মুক্ত মাদকের আখড়া। যেখানে দিনে রাতে এক তালে চলছে মাদক ব্যবসা। শুধু তাই নয় মাদক ব্যবসায়ীদের ছত্রছায়ায় বিভিন্ন স্থান থেকে চুরি করে আনা মালামাল কেনা বেচার জমজমাট হাট বাজারে রূপ নিয়েছে এই প্রাণের পাহাড়তলীর পুলিশ বিট মোড়স্থ রেলওয়ের স্ক্রাব সেল ডিপোর পিছনের অংশ যার নাম স্ক্রাব কলোনি। বিজ্ঞপ্তি