পাসপোর্ট সংশোধনের সুযোগ দেয়ার আহ্বান সুজনের

9

 

পাসপোর্ট সংশোধনের সুযোগ দানের জন্য পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক এবং মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। গত ১৬ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে তিনি পাসপোর্ট সংশোধনের সুযোগ দানের এ অনুরোধ জানান। এসময় তিনি বলেন, পাসপোর্ট সংশোধন করতে গিয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে অনেক মানুষকে। বছরের পর বছর পাসপোর্ট সংশোধন করার প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ার ফলে বিপাকে পড়ছে এসব মানুষ। এক্ষেত্রে অনেকে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে চাইলেও পারছেন না। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন রেমিটেন্স যোদ্ধা প্রবাসীরা। এর ফলে দেশে এসে আটকা পড়েছে অনেক প্রবাসী। ভিসার মেয়াদ শেষ হওয়াসহ সরকারি দফতরগুলোতেও নিজের পরিচিতি নিয়েও বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। একবার জটে পড়লে বছর বছর ঘুরলেও কোন কাজ হচ্ছে না। এক্ষেত্রে পোয়াবারো হচ্ছে দালালদের। দালালরা সমস্যা সমাধানে ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অংকের অর্থ দাবি করছে। আবার অনেকে দালাল ধরেও প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে। বিজ্ঞপ্তি