পাসপোর্ট ও পরিচয়পত্র ইস্যুর সিদ্ধান্ত তালেবানের

2

 

আফগানিস্তানের জনগণকে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে তালেবান সরকার। তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। ২০২১ সালের ১৫ আগস্ট প্রায় বিনা বাধায় কাবুলের নিয়ন্ত্রণ নিতে সমর্থ হয় তালেবান। পালিয়ে দেশ ছাড়েন তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গণি। তবে ক্ষমতার পালাবদলের পর থেকেই পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করাসহ বেশিরভাগ সরকারি কাজকর্ম স্থবির হয়ে পড়েছিল।