পার্বত্য জনগোষ্ঠী এখনও শান্তিচুক্তির সুফল পায়নি

12

আদিবাসী শ্রমজীবী কল্যাণ সমিতির সম্মেলন চট্টগ্রাম মহানগর কমিটির জ্ঞান বকুল চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহাগ চাক্মা’র সঞ্চালনায় সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা-চট্টগ্রাম সমন্বয়ক ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির স্টাফ সদস্য প্রীতি খীসা। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি খাগড়াছড়ি জেলা কমিটির যুব বিষয়ক সম্পাদক প্রত্যয় চাক্মা। স্বাগত বক্তব্য রাখেন আদিবাসী শ্রমজীবী কল্যাণ সমিতি চট্টগ্রাম মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক জুয়েল ত্রিপুরা। এতে বক্তব্য রাখেন, পাহাড়ী ছাত্র পরিষদের সাবেক নেতা অরবিন চাক্মা, আশীষ চাক্মা, পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা রনি চাক্মা, আদিবাসী শ্রমজীবী কল্যাণ সমিতি চট্টগ্রাম মহানগর কমিটির সাবেক সদস্য নিখিল চাক্মা। উপস্থিত ছিলেন জয়দেব, অর্পিন চাক্মা, পুষ্পা ত্রিপুরা, জ্যোতি চাক্মা, কাঞ্চন চাক্মা, নবীন ত্রিপুরা, বিশাল চাক্মা, রিপেন চাক্মা, স্বপন চাকমা, বোধিপ্রিয় চাকমা, নভেল চাকমা, নিকেল চাকমা-১, নিকেল চাকমা-২, অরবিন চাক্মা, জুয়েল ত্রিপুরা প্রমুখ। বক্তারা বলেন, অধিকার আদায়ে আন্দোলনের বিকল্প নেই। অতীতের যে কোন জনগোষ্ঠী তার অধিকার আদায় করতে আন্দোলনের স্মরণাপন্ন হয়েছে। অবশ্যই সেটা তার রাষ্ট্রের নীতি নৈতিকতার মাধ্যমে হতে হবে। তাই আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া ন্যায্য অধিকার আদায় করা সম্ভব নয়। ১৯৯৭ সালে পার্বত্য শান্তিচুক্তির বর্তমান সময় ২ যুগ পেরিয়ে যাওয়ার পরও পার্বত্য জনগোষ্ঠী এখনো তার প্রকৃত স্বাধীনতা ও অধিকারের সুফল পায়নি। বরং নির্যাতিত, নিপীড়িত ও লাঞ্ছিত হয়ে বসবাস করতে হচ্ছে এখনও পর্যন্ত। এখন নয়, আর সহ্য। সমষ্টিগত আন্দোলনই হবে আমাদের অধিকার আদায়ের একমাত্র হাতিয়ার। বিজ্ঞপ্তি