পার্বত্য কাব্য সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

2

সামাজিক সাহিত্য সংগঠন পার্বত্য কাব্যের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজ আয়োজন করা হয়েছে সাহিত্য সাংস্কৃতিক উৎসব ও গুণীজন সমাবেশ। এ উৎসব পালনোপলক্ষ্যে রাঙামাটি জেলা সদরের তবলছড়ি শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সকাল ৯টা থেকে দিনব্যাপী সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালের অধিবেশন উদ্বোধন করবেন পার্বত্য কাব্যের প্রধান উপদেষ্টা কবি হাসান মনজু। প্রথম অধিবেশনে প্রধান অতিথি থাকবেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। প্রধান আলোচক থাকবেন একুশে পদকপ্রাপ্ত কথা সাহিত্যিক অধ্যাপক হরিশংকর জলদাশ। বিশেষ অতিথি থাকবেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংশুই প্রæ চৌধুরী, রাঙামাটি জেলা পরিষদ সদস্য হাজী মো. মুছা মাতব্বর, বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক মো. সেলিম, চলচ্চিত্র অভিনেতা ও সংগঠক কবি এ বি এম সোহেল রশিদ, পশ্চিম বঙ্গ ভারত থেকে আগত কবি প্রবীর কুমার চৌধুরী। এ অধিবেশনে সভাপতিত্ব করবেন পার্বত্য কাব্যের সভাপতি কাছেন রাখাইন। দ্বিতীয় অধিবেশনের উদ্বোধন করবেন রাঙামাটি জেলা প্রশাসক মিজানুর রহমান। প্রধান অতিথি থাকবেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। প্রধান আলোচক থাকবেন সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত লেখক আসলাম সানী। বিশেষ অতিথি থাকবেন প্রাক্তন সংসদ সদস্য ও পার্বত্য কাব্যের উপদেষ্টা ফিরোজা বেগম চিনু, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি জেলা পরিষদের সদস্য ঝর্ণা খীসা। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করবেন পশ্চিমবঙ্গ থেকে আগত পাবর্ত্য কাব্য অনলাইনের পরিচালক কবি চন্দ্রাবলী মুখোপাধ্যায়। পার্বত্য কাব্যের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যদের সাথে গীতিকার কবিও শিশুসাহিত্যিক ফারুক হাসান ও কবি-শিশুসাহিত্যিক সাঈদুল আরেফীনও সংবর্ধিত হতে যাচ্ছেন। বিজ্ঞপ্তি