পার্বত্য এলাকায় কোন সন্ত্রাসীদের আস্তানা গড়তে দেয়া হবে না

4

বান্দরবান প্রতিনিধি

পার্বত্য এলাকায় কোন সন্ত্রাসীদের আস্তানা গড়তে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বান্দরবানের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক। তিনি বলেন, কোন কুচক্রী মহল কোনভাবেই যাতে পাহাড়ের শান্তি নষ্ট করতে না পারে এবং এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালাতে না পারে সেজন্য সেনাবাহিনীর পাশাপাশি সাংবাদিকদের ও অগ্রণী ভূমিকা রাখতে হবে। সম্প্রতি বান্দরবান প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে বান্দরবান প্রেসক্লাবের সদস্য ও কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক এমন মন্তব্য করেন। তিনি আরো বলেন, পাহাড়ে শান্তি সম্প্রতি ও উন্নয়ন বজায় রাখতে প্রধানমন্ত্রীর নিদের্শনায় কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। পার্বত্য এলাকায় যেকোন গুরুত্বপূর্ণ সমস্যা নিরসনে ও উন্নয়নে অতীতের মত আগামীতে ও কাজ করে যাবে সেনাবাহিনীর সদস্যরা। মতবিনিময় সভায় উপস্থিথ ছিলেন বান্দরবান সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল আখতার-উস সামাদ রাফি, মেজর মোহাম্মদ মোশাররফ হোসেন, সেনা রিজিয়ন টু আইসি মেজর এরশাদ উল্লাহ, বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, সাবেক সভাপতি বাদশা মিয়া মাস্টার, আমিনুল ইসলাম বাচ্চু প্রমুখ। এদিকে সকালে বান্দরবানে হোটেল-মোটেল মালিক সমিতির সাথে সেনা রিজিয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় বান্দরবান সেনা রিজিয়নের সভা কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা প্রধান অতিথি ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিয়াউল হক এনডিসি এএফডবিøউসি পিএসসি। এসময় বান্দরবান সদর জোন কমান্ডার লে. কর্ণেল আখতার উস সামাদ রা‌ফি, হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি অমল কান্তি দাশসহ অন্যান্য সেনা কর্মকতা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।