পার্বত্য অঞ্চলে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে : পার্বত্যমন্ত্রী

9

বান্দরবান প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, দলমল নির্বিশেষে বিভক্তি উর্ধ্বে থেকে বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নেয়ার আহব্বান জানান মন্ত্রী। উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের অর্থনৈতিক চাকা ও ভাগ্য পরিবর্তন ঘটে। বাংলাদেশ এখন বিশ্বের উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত। তিনি আরোও বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা পার্বত্য এলাকার মানুষের প্রতি আন্তরিক বলেই আজ দুর্গম থানচি উপজেলা স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গত ২৯ সেপ্টেম্বর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অর্থায়নের ১৫ কোটি ৪৯ লক্ষ টাকা ব্যয়ের থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এরআগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নের ২কোটি ২৪ লক্ষ টাকা ব্যয়ের রেমাক্রী বাজার বৌদ্ধ বিহার নির্মাণ, থানচি বালিকা উচ্চ বিদ্যালয় ভবন, রেমাক্রী বাজার রেস্ট হাউজ, রেমাক্রী বাজার শেড, বড় মদক বাজার রেস্ট হাউজ,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নের পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নের প্রধানমন্ত্রীর উপহার গৃহহীনদের মাঝে ১৪ পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করেন।