পার্বত্য অঞ্চলের কৃষিব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করছে

58

কৃষি মন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক এমপি বলেছেন, পার্বত্য অঞ্চলের কৃষিব্যবস্থার উন্নয়নের মাধ্যমে কীভাবে অর্থনৈতিক পরিবর্তন আনা যায়, সে লক্ষ্যে সরকার কাজ করছে। কৃষিপণ্যের আধুনিক প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতের মাধ্যমে কৃষকদের আয় বাড়ানোর উদ্যোগ নিয়েছে এ সরকার।
মন্ত্রী আরোও বলেন, বর্তমান সরকার কৃষকদের সার্বিক উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সরকার কৃষি বান্ধব সরকার। আর এই সরকারের আমলে কৃষকদের ভাগ্য উন্নয়ন হয়েছে। আগামীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণের মধ্য দিয়ে কৃষকদের সর্বোচ্চ সুযোগ সুবিধা প্রদানের কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে প্রতিটা এলাকার মানুষের আত্মসামাজিক উন্নয়নের পাশাপাশি উৎপাদিত কৃষি পণ্যগুলো ক্রয়-বিক্রয় করতে সুবিধা হবে এবং কৃষকরা ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করতে পারবে। শুক্রবার বিকালে জেলা প্রশাসকের সভা কক্ষে বান্দরবানসহ তিন পার্বত্য জেলার কৃষি বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় কৃষি সচিব নাসিরুজ্জামান, জেলা প্রশাসক মো. দাউদুল ইসলামসহ তিন পার্বত্য জেলার কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে মতবিনিময় সভার পূর্বে কৃষি মন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক এমপি ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম এর আওতায় জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের নুতন অফিস ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্ধোধন করেন।
এ সময় মন্ত্রী নির্মান কাজের এলাকা পরিদর্শন করেন। পরে জেলা প্রশাসকের সভা কক্ষে বান্দরবানসহ তিন পার্বত্য জেলার সংশ্লিষ্ট কৃষি বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।