পারভেজ মোশাররফের বিরুদ্ধে রায় দেয়া সেই বিচারপতি ‘মানসিকভাবে অসুস্থ’

17

ফাঁসি কার্যকরের আগে যদি পারভেজ মোশাররফের মৃত্যু হয়, তা হলে তার মৃতদেহ ইসলামাবাদের প্রধান সড়কে তিন দিন ঝুলিয়ে রাখা হবে। পাকিস্তানের সাবেক এই সামরিক শাসকের মৃত্যুদণ্ডাদেশের রায়ের কপি প্রকাশ্যে এসেছে। সেখানেই এমনটি নির্দেশ দিয়েছেন আদালত। এই নির্দেশ দেয়া সেই বিচারপতিকে ‘মানসিকভাবে অসুস্থ’ বলে দাবি করেছে দেশটির সরকার। ওই বিচারপতির অপসারণ চেয়ে এবার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে আবেদন করতে চলেছে পাক সরকার।
পাকিস্তানের আইনমন্ত্রী ফারোগ নাসিম পেশোয়ার হাইকোর্টের তিন সদস্যের বেঞ্চের মুখ্য বিচারপতি ওয়াকার আহমেদ শেঠকে ‘মানসিকভাবে অসুস্থ’ বলে মন্তব্য করেছেন। এই ধরনের রায় পাকিস্তানের আইনের বিরোধী বলেও তিনি জানিয়েছেন। তিনি আরও বলেছেন, ‘ফেডারেল গভর্মেন্ট এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে আবেদন জানানোর সিদ্ধান্ত নিয়েছে। কোনো বিচারপতি যদি এমন রায় দেন তাহলে তিনি মানসিকভাবে অসুস্থ এবং অযোগ্য।’ অনলাইন বার্তা সংস্থা