পান খাওয়ার সময় গলায় সুপারি আটকে মৃত্যু

16

 

হবিগঞ্জে গলায় সুপারি আটকে ৫০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে সদর উপজেলার লোকড়া ইউনিয়নের বামকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। প্রয়াত নুর মিয়া (৫০) ওই গ্রামের বাসিন্দা। হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. মিঠুন রায় এ মৃত্যুর খবর জানিয়েছেন।
নুর মিয়ার পরিবার সদস্যরা জানান, গতকাল বৃহস্পতিবার সকালে নুর মিয়া ভাত খাওয়ার পর পান খেতে গিয়ে এক টুকরা সুপারি তার গলায় বেধে। পরিবারের লোকজন হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তারা।
এদিকে, বাংলাদেশ কৃষি তথ্য সার্ভিসের (এআইএস) ওয়েব সাইটে ভারতবর্ষের প্রাচীন ভেষজ গ্রন্থ আয়ুর্বেদে নিঃশ্বাস দুর্গন্ধমুক্ত রাখতে পান খাওয়ার উল্লেখ আছে জানিয়ে বলা হয়েছে, নিয়মিত পান সুপারি খেলে নিঃশ্বাসে কোনো দুর্গন্ধ থাকে না, হজমও ভালো হওয়া এ উপমহাদেশের প্রাচীন ধারণা ও লোক অভ্যাস।
পান খেলে লালাগ্রন্থির নিঃসরণ বেড়ে যাওয়ায় বিভিন্ন এনজাইম বা উৎসেচক খাদ্যকে কতায় ভাঙতে সাহায্য করে, ফলে হজম ভালো হয়। এছাড়াও পানের নানান কার্যকরিতার কথা বলছেন তারা। তবে রুগ্ন, দুর্বল, ক্ষীণ স্বাস্থ্যের অধিকারীসহ মূর্চ্ছা, যক্ষা ও চোখ ওঠা ভোগা ব্যক্তিদের পান না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সেখানে। খবর বিডিনিউজের