পাথরঘাটা সচেতন সনাতনী গোষ্ঠীর মিছিল ও সমাবেশ

6

 

সারাদেশে প্রতিমা ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে পাথরঘাটা সচেতন সনাতনী গোষ্ঠীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ গত ২৩ অক্টোবর অনুষ্ঠিত হয়। কাউন্সিলর পুলক খাস্তগীরের সভাপতিত্বে ও পাথরঘাটা পূজা পরিষদের সভাপতি টিপু দাশ গোপালের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা প্রবাল চৌধুরী মানু, বিপ্লব মল্লিক, পাথরঘাটা পূজা পরিষদের নির্বাহী সভাপতি সুভাষ দাশ রুপন, রণি বিশ্বাস, রাজীব বিশ্বাস, জনি দাশ, বাবলু দাশ, মাল্টা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক রাজিব দাশের পক্ষে প্রান্ত দাশ নয়ন, রণি দাশ, রিপন দাশ, অন্তু দাশ, মনোহরখালী সূর্য সেন ক্লাবের সাধারণ সম্পাদক উত্তম দাশ, জগদ্ধাত্রী পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ দাশ, সাধারণ সম্পাদক রণি দাশ, মূচা কলোনি পূজা পরিষদের সাধারণ সম্পাদক অভি দাশ, জয় দাশ, তুষার দাশ, প্রথম দাশ, মিঠুন দাশ, রিপন দাশ, সুকান্ত দত্ত, সুভাষ বিশ্বাস প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ধর্মের দোহাই দিয়ে অপরাজনীতি বন্ধ করতে হবে। প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। সরকার ও রাষ্ট্রকে বিচারহীনতার অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। প্রকৃত দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। বিজ্ঞপ্তি