পাথরঘাটায় হেলো ডাক্তার ফ্রি ক্লিনিকের চিকিৎসাসেবা প্রদান

24

নগরীর ৩৪ নম্বর পাথরঘাটায় হেলো ডাক্তার ফ্রি ক্লিনিক। সেবা কর্মসূচীর আওতায় গত ১০ জুলাই ৯০ জন রোগীকে চিকিৎসা সেবা ও ঔষধপত্র বিতরণ করা হয়। হেলো ডাক্তার ফ্রি ক্লিনিকের চেয়ারম্যান কাউন্সিল প্রার্থী পুলক খাস্তগীরের সভাপতিত্বে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। উক্ত চিকিৎসা সেবা কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামজেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. এইচ এম জিয়াউদ্দীন, বিশেষ অতিথি ছিলেন ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য প্রকৌশলী মো. আবু রাশেদ চৌধুরী, আওয়ামীলীগ নেতা সুশীল সরদার, রামাপদ দাশ, জনি দাশ, ডা. সজীব তালুকদার, সুমন দাশ, পিন্টু দাশ, ডা. দোলন দাশ প্রমুখ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের পাশাপাশি আমাদেরকেও ঐক্যবদ্ধভাবে পাড়ামহল্লায় কাজ করতে হবে। তিনি বলেন হ্যালো ডাক্তার কর্মসূচীর মাধ্যমে সাবেক ছাত্রনেতা পুলক খাস্তগীর রোগীর প্রয়োজনে বাড়ী বাড়ী চিকিৎসা সেবা ও অস্থায়ী চিকিৎসাসেবা কার্যক্রম এবং বিনামুল্যে ঔষধ প্রদান ১টি সময়োপযোগী উদ্যোগ। তিনি কার্যক্রমে নিজে ও সকলকে সহযোগিতা করার অনুরোধ করেন। বিজ্ঞপ্তি