পাঠ্য বইয়ে ধর্ম ও নারীবিদ্বেষী কনটেন্ট থাকবে না

8

 

নতুন শিক্ষাক্রম অনুযায়ী পাঠ্যপুস্তক প্রণয়ন করা হচ্ছে। এর কোনো কনটেন্টের কারণে যেন ধর্মীয় বিদ্বেষ তৈরি না হয় সে বিষয়ে লক্ষ রাখার নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, জেন্ডার বিষয়েও সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। এমন কোনো কনটেন্ট ব্যবহার করা যাবে না, যাতে নারীবিদ্বেষের কারণ হয়। লেখকদের উদ্যেশ্যে মন্ত্রী বলেন, এখানে এমন কনটেন্ট ব্যবহার করতে হবে যেন সব বিষয়ে সমতা থাকে। নতুন কারিকুলামের ওপর প্রতিষ্ঠিত পাঠ্য বইয়ে সকল বিষয়ে সমতা নিশ্চিত করতে হবে। ছবি নির্বাচনেও সতর্ক থাকতে হবে, গুরুত্বের ওপর ভিত্তি করে ছবি ব্যবহার করতে হবে। বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে তুলে ধরার আহবান জানিয়ে তিনি বলেন, কত সহজভাবে কনটেন্ট লিখা যায় সেদিকে লক্ষ রাখতে হবে।